ঢাকা: বিএনপি চেয়ারপারসনের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর চেহলামে (চল্লিশ দিন) বাদ আসর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৪ মার্চ) বিকেলে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় কোকোর আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মুফতি এম এম আশরাফুল আলম। এছাড়া আরও ২০ জন আলেম-ওলাম উপস্থিত ছিলেন।
চেয়ারপাসনের প্রেস সেক্রেটারি মারুফ কামাল খান সোহেল জানান, বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া দোতালায় বসে দোয়া করেছেন।
এতে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কাইয়ুম, বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন- প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক, সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আক্তারুজ্জামান।
এদিন সকাল থেকেই চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে কোরআন তেলাওয়াত হয়েছে। এদিকে দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সকাল সোয়া ১১টায় হাফেজ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বাড্ডা আজিজিয়া হাফেজিয়া এতিমখানা থেকে ৬ জন হাফেজ গুলশান কার্যালয়ে প্রবেশ করেন।
গত ২৪ জানুয়ারি আরাফাত রহমান কোকো হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় মারা যান।
বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫
** দেশবাসীর কাছে দোয়া চাইলেন খালেদা