ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

২০১৯ সালে সংলাপ হবে, তাও ইসির সঙ্গে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫
২০১৯ সালে সংলাপ হবে, তাও  ইসির সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সংলাপ হবে, তবে আপনার মতো খুনীর সাথে নয়। ২০১৯ সালে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ হবে।

 

বুধাবার (০৪ মার্চ) বিকেলে হাজারীবাগ পার্ক মাঠে অবরোধ ও হরতালের নামে নাশকতা ও সহিংসতার প্রতিবাদে কেন্দ্রীয় ১৪ দল আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।

নাসিম বলনে, আওয়ামী লীগ নির্বাচনের দল, নির্বাচনে বিশ্বাস করে। ২০১৯ সালের আগে নির্বাচন হবে না।

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আপনি বিদেশিদের কাছে ধর্ণা দিয়েছেন, তারাও আপনাকে সন্ত্রাস বন্ধ করতে বলেছে। শেখ হাসিনা সব জঙ্গি দমন করতে পারলেও, জঙ্গি খালেদা জিয়া কে দমন করতে পারছেন না।

ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপসের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তৃতা করেন, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদ নেত্রী শিরীন আখতার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।