ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

রাজধানীতে তিন গাড়িতে আগুন

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫
রাজধানীতে তিন গাড়িতে আগুন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধ চলাকালে বুধবার (০৪ মার্চ) রাজধানীতে বেশ কয়েকটি বাস-ট্রাক-গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এরমধ্যে, রাজধানীর জুরাইনের রেল গেট এলাকায় একটি যাত্রীবাহী বাসে (ঢাকা মেট্রো-জ-১১-০৯-১৪) আগুন দিয়েছে হরতাল-অবরোধকারীরা।



বুধবার (০৪ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।  

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার নিলুফার ইয়াসমিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে।

এছাড়া, রাজধানীর যাত্রীবাড়ীর গোলাপবাগে ডাচ বাংলা ব্যাংকের সমনের সড়কে একটি গাড়িতে আগুন দিয়েছে হরতাল-অবরোধকারীরা।

বুধবার (০৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।  

এদিকে সায়দাবাদ পুলিশ ফাঁড়ির সামনে একটি বিলাশবহুল পাজেরো গাড়িতে (চট্রো মেট্রো-ঘ-১১-০০৫৭) আগুন দিয়েছে হরতাল-অবরোধকারীরা। বুধবার (০৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

এছাড়া রাজধানীর রামপুরায় হরতাল সমর্থনে মিছিল নিয়ে এসে একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ট-১১-৪৯৩৬) আগুন লাগিয়ে দিয়েছে হরতাল-অবরোধকারীরা।

এ সময় তারা বেশ কয়েকটি ককটেলেরও বিস্ফোরণ ঘটায়। এতে ওই এরাকায় চরম আতঙ্ক সৃষ্টি হয়।

বাংলাদেশ সময়: ১৯১৯  ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫

** শান্তি নগরে পরপর দুই ককটেল বিস্ফোরণ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।