ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

শান্তি নগরে পরপর দুই ককটেল বিস্ফোরণ

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫
শান্তি নগরে পরপর দুই ককটেল বিস্ফোরণ প্রতীকী

ঢাকা: রাজধানীর শান্তি নগর কর্ণফূলী মার্কেটের সামনের রাস্তায় পরপর ২টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বুধবার (০৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

এতে ওই এলাকায় বেশ অতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে ওই এলাকায় পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে।

এ বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বাংলানিউজকে বলেন, ককটেল বিস্ফোরণের সংবাদটি পেয়েছি। এটা রমনা ও পল্টন থানা সীমান্তে পড়েছে। বিষয়টি দেখা হচ্ছে।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বাংলানিউজকে বলেন, পুলিশের একটি দল ওই এলাকায় গিয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।