ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লালিত জঙ্গি, সন্ত্রাসীরাই তার নিরাপত্তার জন্য হুমকি বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
বুধবার (০৪ মার্চ) হাজারীবাগ পার্ক মাঠে সহিংসতার প্রতিবাদে কেন্দ্রীয় ১৪ দল আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
খালেদা জিয়া বিপদে আছেন জানিয়ে কামরুল বলেন, খালেদা জিয়া নিরাপত্তার অজুহাতে আজও আদালতে যাননি। তার আইনজীবীরা আবেদন করেছেন, যা আইন সিদ্ধ না। এত বড় বড় আইনজীবী আদালতে যাওয়ার পরও আদালত আদেশ না দিয়ে আবেদন নথিভুক্ত করেছে।
তিনি বলেন, খালেদা যে জঙ্গি-সন্ত্রাসীদের লালন করেছেন, সেই জঙ্গিদের কাছিই তিনি জিম্মি এবং এদের কবল থেকে মুক্তি পাবেন না। এ জঙ্গিরাই তাকে সুস্থ রাজনীতিতে ফিরে আসতে দেবে না তা তিনি বুঝতে পেরেছেন। এরাই তার নিরাপত্তার বড় হুমকি।
কামরুল বলেন, শুভবুদ্ধি সম্পন্ন বিএনপি নেতাদের আর বেশি দিন খালেদা জিয়ার সঙ্গে দেখা যাবে না। সন্ত্রাসী দল বিএনপির ভাঙন সুনিশ্চিত। বিএনপি ভাঙনের মুখে পড়লে এ ভাঙন কেউ ঠেকাতে পারবে না।
বিদেশি বন্ধুরাই খালেদা জিয়াকে সন্ত্রাসের পথ পরিহার করার পরামর্শ দিয়েছেন বলে জানান কামরুল।
প্রতিবাদ সমাবেশে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সভাপতিত্ব করেন।
এতে আরও বক্তব্য রাখেন, দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিম, সংসদ সদস্য শিরীন আখতার, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫