ঢাকা: খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়কে কাশিম বাজার কুঠি (রাজনৈতিক কার্যালয়) উল্লেখ করে এখানে বসে খালেদা জিয়া বোমা বানাচ্ছেন বলে অভিযোগ করেছেন দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
তিনি বলেন,এই কুঠিতে বসে খালেদা জিয়া পেট্রোল বোমা বানাচ্ছেন।
বুধবার হাজারীবাগ পার্ক মাঠে সহিংসতার প্রতিবাদে কেন্দ্রীয় ১৪ দল আয়োজিত প্রতিবাদ সমাবেশে মায়া এ অভিযোগ করেন।
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি গুলশান কার্যালয়ে তল্লাশির আহ্বান জানিয়ে মায়া বলেন, আমাদের হিসেবে প্রায় শতাধিক জঙ্গি সেখানে লুকিয়ে আছে। এদের ধরতে অবিলম্বে তল্লাশি চালাতে হবে।
খালেদা জিয়ার সন্ত্রাসের হাত ভেঙ্গে দিতে জনগণের প্রতি আহ্বান জানান আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
তিনি বলেন, পেট্রোল বোমায় মানুষ হত্যার মধ্য দিয়ে খালেদা জিয়ার সন্ত্রাসের হাত অনেক লম্বা হয়ে যাচ্ছে। আপনি মানুষ হত্যা করে দাবি আদায় করতে পারবেন না।
হানিফ বলেন, বোমাবাজি করে আপনি সন্ত্রাসের রাণী হয়েছেন ও বিএনপিকে সন্ত্রাসী দলে পরিণত করেছেন।
খালদা জিয়ার আইনের প্রতি শ্রদ্ধাবোধ, মানুষের প্রতি দায়বোধ নেই উল্লেখ করে হানিফ বলেন, তিনি (খালেদা) সন্ত্রাস করে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়।
সমাবেশে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিম, সংসদ সদস্য শিরীন আখতার, আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, সাঈদ খোকন উপস্থিত ছিলেন।
এর আগে প্রতিবাদ সমাবেশ শুরু হলে বিকেলে মঞ্চ লক্ষ্য করে ককটেল হামলা চালায় দুবৃর্ত্তরা। এ সময় ফজলে নূর তাপসসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা মঞ্চে ছিলেন।
ককটেলের আঘাতে ঢাকা মহানগর আ.লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, ধানমন্ডি থানা আ.লীগের সাধারণ সম্পাদক কামাল আহমেদ, ২২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সহ সভাপতি মোক্তার হোসেন, ফজলে নূর তাপসের এপিএস নাসিরুল হাসান সজীবসহ ৫ জন আহত হন।
পুলিশ ঘটনাস্থল থেকে হামলার সাথে জড়িত সন্দেহে তিন যুবককে আটক করে।
বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫