ঢাকা: অবসরপ্রাপ্ত সেনা কমর্কর্তা বিএনপির সাবেক সংসদ সদস্য আকতারুজ্জামান বলেছেন, খালেদা জিয়াকে কোর্ট থেকে গ্রেফতারি পরোয়ানা দিয়েছে। কিন্তু শেখ হাসিনা নির্দেশ না দেওয়া পর্যন্ত খালেদা জিয়া গ্রেফতার হবেন না।
তিনি বলেন, এটা শেখ হাসিনা এবং খালেদা জিয়ার মধ্যকার যুদ্ধ। সাধারণ দারোগা খালেদা জিয়াকে গ্রেফতার করবে এটা সম্ভব না।
আরাফাত রহমান কোকোর চেহলাম অনুষ্ঠানের মিলাদ শেষে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খালেদা জিয়ার সাথে আমার দেখা হয়েছে।
কিন্তু কুশলাদি বিনিময় ছাড়া আমার সাথে আর কোন কথা হয়নি। তবে ছেলে হারানোয় তার মন খারাপ।
তিনি বলেন, কার্যালয় তল্লাশির খবর ও খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানায় সবাই উদ্বিগ্ন।
আমিও উদ্বিগ্ন। তবে যেহেতু আমি বিএনপির কোন নেতা নই তাই আমার সাথে এসব বিষয়ে আলোচনা করারও কোন বিষয় নেই।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫