সাভার (ঢাকা): সাভারে রাস্তার পাশে পার্কিং করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (৪ মার্চ) রাত ৮টায় সাভারের বলিয়ারপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বলিয়ারপুর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে পার্কিং করা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় মুহূর্তেই সম্পূর্ণ বাসে আগুন ছড়িয়ে পড়ে।
পরে সাভার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও বাসটি প্রায় সম্পূর্ণ পুড়ে যায়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, দুর্বৃত্তদের আটকের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ২২৫৭ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫