সিলেট: সিলেটের দক্ষিণ সুরমা রেলস্টেশন ও পদ্মা তেলডিপোর সামনে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (৪ মার্চ) রাত সাড়ে ৮টার পর এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে মোটরসাইকেলে করে কয়েক যুবক এসে সিলেট রেলস্টেশনের টিকিট কাউন্টারের সামনে ও পুরাতন রেলস্টেশন এলাকায় চারটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
একই সময়ে পদ্মা তেলডিপোর সামনেও আরো দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
সিলেট রেলস্টেশনের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্য ফজলুল হক জানান, দুটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে ককটেল ছুড়ে পালিয়ে যায়।
সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এতে কেউ হতাহত হয়নি।
বাংলাদশে সময়: ২৩১৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫