ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

মাইজদীতে ১০ যানবাহন ভাঙচুর, ককটেল বিস্ফোরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৮ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
মাইজদীতে ১০ যানবাহন ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ছবি: প্রতীকী

নোয়াখালী: নোয়াখালীর মাইজদীর প্রধান সড়কের কয়েকটি স্থানে বাস, ট্রাক, পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশাসহ ১০ যানবাহন ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় ৫টি ককটেলের বিস্ফোরণও ঘটায় তারা।



বুধবার (০৪ মার্চ) রাত সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত মাইজদী চৌমুহুনী, স্টেডিয়াম পাড়া, মাইজদী বাজার, বিটিভি উপকেন্দ্র ও গাবুয়া এলাকায় এসব ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধকে কেন্দ্র করে বিটিভি উপকেন্দ্রের সামনের প্রধান সড়কে ২টি অটোরিকশা, গাবুয়া এলাকায় একটি বাস ও ৩টি অটোরিকশা ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ সময় আতঙ্ক সৃষ্টির জন্য দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায় তারা।

এদিকে, মাইজদী বাজার এলাকায় একটি ট্রাক, একটি পিকআপভ্যান ও একটি অটোরিকশা, শহীদ ভুলু স্টেডিয়ামের সামনের প্রধান সড়কে ৩টি অটোরিকশা ভাঙচুর করে দূর্বৃত্তরা। এ সময় তিনটি ককটেলের বিস্ফোরণও ঘটায় তারা।   

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা চোরাগোপ্তা হামলা চালিয়ে বিভিন্ন যানবাহন ভাঙচুর করছে। নাশকতাকারীদের ধরতে ওইসব এলাকায় অভিযান পরিচালিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ০১১৩ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।