ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়া চেম্বার ভবনে পেট্রোলবোমা হামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২২ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
বগুড়া চেম্বার ভবনে পেট্রোলবোমা হামলা ছবি: প্রতীকী

বগুড়া: বগুড়ার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ভবনে পেট্রোলবোমা হামলা করেছে দুর্বৃত্তরা।

বুধবার রাত (৪ মার্চ) সাড়ে ১০টার দিকে শহরের বড়গোলা সড়কের চেম্বার ভবনে এ ঘটনা ঘটে।

তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বগুড়া শহর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও চেম্বার সদস্য সুলতান মাহমুদ খান রনি জানান, রাতে দুর্বৃত্তরা চেম্বার ভবনে ৩টি পেট্রোলবোমা নিক্ষেপ করে। একটি বোমা জেলা ‍আওয়ামী লীগের সভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক মমতাজ উদ্দিনের তৃতীয় তলার চেম্বারে পড়ে। এছাড়া বাকি দুইটির একটি দ্বিতীয় তলা ও অপরটি প্রথম তলায় পড়ে।

তবে পেট্রোলবোমা থেকে আগুন না ছড়ানোয় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে তিনি জানান।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বাংলানিউজকে ঘটনার সত্যত নিশ্চিত করে জানান, জড়িতদের আটকে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।