ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

দিনাজপুরে যাত্রীবাহী বাস ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৮ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
দিনাজপুরে যাত্রীবাহী বাস ভাঙচুর

দিনাজপুর: দিনাজপুর শহরের নতুনপাড়ায় জেলা মোটরমালিক সমিতি কার্যালয়ের সামনের মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।



প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, দিনাজপুর বটতলী শেরশাহ মোড় এলাকা থেকে টার্মিনালের দিকে যাওয়া একটি বাস মোটরমালিক সমিতি কার্যালয়ের সামনে এসে পৌঁছালে ৮/১০ জন দুর্বৃত্ত ভাঙচুর করে গাড়িটি। একপর্যায়ে বাসটিতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টাকালে লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। যাত্রীরা বাস থেকে তাৎক্ষণিক বের হয়ে পড়ায় এ ঘটনায় কেউ আহত হননি।
 
দিনাজপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এ ঘটনায় জড়িতদের আটক করতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ।

বাংলাদেশ সময়: ০১২৭ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।