ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

ডিসিসি নির্বাচনে প্রতিশ্রুতির ফিরিস্তি বিলবোর্ডে!

মফিজুল সাদিক ও নাজিম উদ্দিন খান লিয়ন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৭ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
ডিসিসি নির্বাচনে প্রতিশ্রুতির ফিরিস্তি বিলবোর্ডে! ছবি: রাজীব / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মধ্যরাতের শাহবাগ মোড়। সড়কে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাজী সেলিমের বিশাল বিলবোর্ড টাঙানো।

এতে বড় অক্ষরে লেখা ‘পরিষ্কার নগরী গড়তে আছি আপনার পাশে। ’

পাশেই টাঙানো ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের মেয়র প্রার্থী সাঈদ খোকনের বিশাল বিলবোর্ড।

এতেও প্রতিশ্রুতির বিরাট ফিরিস্তি তুলে ধরা হয়েছে। বড় বড় অক্ষরে লেখা, ‘আসুন সম্ভাবনার পথে চলি, সচেতনতাই পরিবর্তনের শক্তি। ’

শুধু হাজী সেলিম ও সা‌ঈদ খোকন নয়। আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা নগরীতে বিরাট বিরাট বিলবোর্ডে নানা কথা আর প্রতিশ্রুতির ফিরিস্তি তুলে ধরেছেন।

বুধবার (৪ মার্চ) দিবাগত মধ্যরাতে রাজধানীর শাহবাগ, ধানমন্ডি, কাওরানবাজার, মহাখালী, গুলশান, ফার্মগেট, হাইকোর্ট মোড় ও সাইন্সল্যাবসহ বিভিন্ন জায়গা ঘুরে চোখে পড়লো এমন আরো অনেক বিলবোর্ড, ব্যানার। সবগুলোতে একই ধরনের কথার ফিরিস্তি। নানা রকম প্রতিশ্রুতি।

এরবাইরেও রয়েছে নগরীর বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য প্রার্থীদের বিলবোর্ড। প্রচারণা ও প্রতিশ্রুতিতে তারাও খুব একটা পিছিয়ে নেই।

ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত দুই মেয়র প্রার্থী ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। দক্ষিণ থেকে মেয়র পদে লড়বেন সাঈদ খোকন ও উত্তর থেকে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল হক। তাদের নিজ নিজ এলাকায় মেয়র প্রার্থী হিসেবে প্রস্তুতি নিয়ে কাজ শুরুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

মধ্যরাতের ঢাকা ঘুরে দেখো গেলো, দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় প্রার্থী সাঈদ খোকনের ব্যাপক বিলবোর্ড প্রচারণা। এক্ষেত্রে বেশ পিছিয়ে আনিসুল হক। উত্তর সিটি করপোরেশন এলাকায় তার তেমন বিলবোর্ড চোখে পড়েনি।

তবে দলের পক্ষ থেকে কোনো ধরনের সংকেত না পেলেও নগরীর উত্তর অংশ থেকে মেয়র পদে লড়তে আগ্রহী ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য কামাল
আহমেদ মজুমদার পোস্টার-ব্যানারে প্রচারণা চালাচ্ছেন জোরালাভাবেই।

তবে ‍তার প্রচারণা চলছে কৌশলে। নগরীর মহাখালী এলাকায় দেখা গেল তার কিছু পোস্টার। এতে লেখা, কামাল আহমেদ মজুমদারকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র হিসেবে দেখতে চাই।

একইভাবে উত্তর সিটি করপোরেশন থেকে জনগণের দোয়া ও সমর্থন চেয়েছেন ঢাকা উত্তর মহানগর যুবলীগের সভাপতি মাইনুল হোসেন খান নিখিল।

তবে নগরীতে সবচেয়ে বেশি বিলবোর্ড ও পোস্টার দেখা গেলো সাঈদ খোকন ও হাজী সেলিমের। কামাল আহমেদ মজুমদারের অবস্থান এক্ষেত্রে তিন-এ।

তবে নগরীর কোথাও ২০ দলীয় জোট সমর্থিত কোনো প্রার্থীর বিলবোর্ড ও পোস্টার চোখে পড়েনি।

এদিকে, আসন্ন নির্বাচনে প্রচার-প্রচারণায় পিছিয়ে নেই
কাউন্সিলর প্রার্থীরাও।

শাহবাগ মোড়ে বিরাট বিলবোর্ডের মাধ্যমে ২১ নং ওয়ার্ডের জনগণের দোয়া ও সমর্থন চেয়েছেন আওয়ামী লীগ নেতা সৈয়দ মোশারফ হোসেন। তার প্রতিশ্রুতি হলো, আধুনিক মডেল ওয়ার্ড গড়তে চাই ও সকল নাগরিকের কাছে সেবা পৌঁছে দিতে চাই। ‘

পাশেই বিলবোর্ডে কথার ফিরিস্তি আরেক কাউন্সিলর প্রার্থী ও ২১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. এমএ হামিদ খানের। তার বিলবোর্ডের ভাষা
ছিল, ‘শাহবাগ থানার ২১নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চাই। নাগরিক সেবার জন্য যোগ্য প্রার্থী অ্যাড. এমএ হামিদ খান। ’

বাংলাদেশ সময়: ০৪৫৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।