লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জুম্মারপাড় এলাকায় পণ্যবাহী একটি ট্রাকে আগুন দিয়েছে অবরোধকারীরা। এ ঘটনায় বিএনপি-জামায়াতের চার কর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার(৪ মার্চ) দিবাগত রাত একটার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ ঘটনা ঘটে।
পাটগ্রাম ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ শাজাহান আলী বাংলানিউজকে জানান, রাত একটার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে গাছের গুড়ি ফেলে পণ্যবাহী একটি ট্রাকের (রংপুর-ঢ-১১-০২০২) গতিরোধ করে তাতে ভাঙচুর চালায় জামায়াত-বিএনপির নেতাকর্মীরা।
এ সময় চালক মমিনুল হক ও অপর তিন শ্রমিক ট্রাক থেকে নেমে আত্মরক্ষা করেন। পরে পেট্রোল ঢেলে ট্রাকটিতে আগুন দিয়ে পালিয়ে যায় জামায়াত-বিএনপি কর্মীরা।
খবর পেয়ে পাটগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলে। এতে ট্রাকটির ৭০ শতাংশ পুড়ে যায়।
এ ঘটনায় অভিযান চালিয়ে ওই রাতেই বিএনপি-জামায়াতের চার কর্মীকে আটক করেছে পুলিশ।
পাটগ্রাম থানার পরিদর্শক (ওসি-তদন্ত) মাহফুজ বাংলানিউজকে জানান, আটক কর্মীদের নাম-পরিচয় পরে জানানো হবে। তাদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫