মানিকগঞ্জ: নাশকতার আশঙ্কায় মানিকগঞ্জের তিন উপজেলা থেকে বিএনপির চার কর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার (৪ মার্চ) মধ্যরাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-মানিকগঞ্জ সদর উপজেলার উজ্জ্বল মিয়া (৩৮), সিংগাইর উপজেলার ফজলুল দেওয়ান (৩৫), ফয়েজ দেওয়ান (৩৫) ও ঘিওর উপজেলার আব্দুর গফুর (৫২)।
জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরির্দশক (এসআই) আব্দুস সালাম বাংলানিউজকে জানান, আটক বিএনপি কর্মীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫