ঢাকা: সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে সাত মামলায় আদালত পরিবর্তনের শুনারির দিন আগামী রোববার (০৮ মার্চ) ধার্য করা হয়েছে।
ধর্মীয় অনূভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ঢাকার চিফ মেট্রোপলিট্রন আদালতে করা সাতটি মামলার শুনানির দিন পরিবর্তন করেন আদালত।
লতিফ সিদ্দিকী অসুস্থ। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন। এ অবস্থায় সাতটি মামলায় তার আলাদাভাবে আদালতে উপস্থিত হওয়া কষ্টকর। তাই মামলাগুলো বিভিন্ন আদালত থেকে উত্তোলন করে এক আদালতে বিচারের জন্য গত ২২ ফেব্রুয়ারি একটি বদলি মোকদ্দমা দায়ের করেন লতিফ সিদ্দিকী।
বৃহস্পতিবার ওই মোকাদ্দমার শুনানির কথা ছিলো। কিন্তু বিচারক এজলাসে না ওঠায় শুনানির দিন পরিবর্তন করে রোববার ধার্য করেন আদালত।
বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫