ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

‘খালেদা জিয়া কুইন অব টেরর’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
‘খালেদা জিয়া কুইন অব টেরর’ ছবি: শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশব্যাপী অবরোধ- হরতালের নামে সহিংসতা চালানোর দায়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘কুইন অব টেরর’ এবং ‘কুইন অব হরর’ আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
 
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে হরতাল ও অবরোধের প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ আখ্যা দেন।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এ মানববন্ধনের আয়োজন করে।
 
হাছান মাহমুদ বলেন, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি যদি অংশগ্রহণ না করে, তাহলে ওই দলের অনেক বড় মাপের নেতা অংশ নেবে। ইতিমধ্যে অনেকেই (বিএনপি) যোগাযোগ শুরু করেছেন।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, খালেদা জিয়ার সিদ্ধান্তহীনতার কারণে দলটি জঙ্গি সংগঠনে পরিণত হয়েছে। আর জঙ্গি নেত্রী হিসেবে খালেদা জিয়া আর্বিভূত হয়েছেন। ২০ বছর পর যখন ইতিহাস লেখা হবে, তখন জঙ্গি নেত্রী হিসেবে খালেদা জিয়ার নাম থাকবে।
 
খালেদা জিয়া আইন আদালত মানেন না উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
 
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সংসদ সদস্য হাজী সেলিম, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।