খুলনা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা লাগাতার অবরোধ ও হরতালে খুলনায় তেমন কোনো প্রভাব পড়ছে না।
বৃহস্পতিবার (০৫ মার্চ) সকাল থেকে খুলনা নগরীর বিভিন্ন এলাকা ঘুরে স্বাভাবিক পরিস্থিতি দেখা যায়।
রাস্তায় পিকেটিং না থাকায় বাস, ব্যাটারিচালিত অটোরিকশা, মোটরসাইকেল, ভ্যান, রিকশা, মাহিন্দ্রাসহ সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। খোলা রয়েছে অধিকাংশ দোকান পাট, শপিংমল ও বিপণী বিতান।
যানবাহনের চাপে নগরীর পিকচার প্যালেস মোড়, ফেরিঘাট মোড়, শিববাড়ির মোড়সহ নগরীর বেশ কয়েকটি মোড়ে যানজট দেখা গেছে। দোকানপাট, ব্যাংক, সরকারি-বেসরকারি অফিসগুলোতে গ্রাহকদের চাপ লক্ষ্য করা গেছে। আদালত পাড়ায়ও দেখা গেছে মানুষের ভিড়।
বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫