খুলনা: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনায় গণমিছিল করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় সিমেট্রি রোড থেকে মিছিলটি শুরু হয়ে শামসুর রহমান রোডে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম, খেলাফত মজলিসের মহানগর সাধারণ সম্পাদক মাওলানা নাসিরুদ্দিন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফখরুল আলম, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল হাসান দুলু, মহানগর যুবদলের সভাপতি শফিকুল আলম তুহিন, সাধারণ সম্পাদক শের আলম সান্টু, জেলা ছাত্রদলের সভাপতি কামরান হাসান, সোনাডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫