ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

খুলনায় ২০ দলের গণমিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
খুলনায় ২০ দলের গণমিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনায় গণমিছিল করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় সিমেট্রি রোড থেকে মিছিলটি শুরু হয়ে শামসুর রহমান রোডে এসে শেষ হয়।

২০ দল মহানগর ও জেলা শাখা এ গণমিছিলের আয়োজন করে। মিছিলে নেতৃত্ব দেন মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।

এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম, খেলাফত মজলিসের মহানগর সাধারণ সম্পাদক মাওলানা নাসিরুদ্দিন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফখরুল আলম, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল হাসান দুলু, মহানগর যুবদলের সভাপতি শফিকুল আলম তুহিন, সাধারণ সম্পাদক শের আলম সান্টু, জেলা ছাত্রদলের সভাপতি কামরান হাসান, সোনাডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।