ঢাবি: অবরোধ ও হরতালের সমর্থনে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় মিছিলের প্রস্তুতিকালে একজন ও চানখারপুল এলাকা থেকে ছাত্রদলের তিন কর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৫ মার্চ) সকালে তাদের আটক করা হয়।
শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) একে সাইদুল হক বাংলানিউজকে এ আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা সরদার আমিরুল ইসলাম সাগর বাংলানিউজকে বলেন, সকাল সাড়ে ৭টার দিকে ঢাবি কেন্দ্রীয় খেলার মাঠ থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার যায় ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় শহীদ মিনারে পথনাট্য উৎসব চলছিলো। সেখান থেকে ছাত্রলীগ ও যুবলীগের একদল কর্মী তাদের ধাওয়া করে।
ছাত্রদলের কয়েকজন কর্মী ধাওয়া খেয়ে দৌড়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ঢুকে যায়। সেখান থেকে আসাদ নামে এক ছাত্রদল কর্মীকে ধরে পুলিশে সোপর্দ করে ছাত্রলীগ। পরে চানখারপুল এলাকা থেকে জিসান ও মেহেদীসহ ঢাবি ছাত্রদলের আরও তিন কর্মীকে আটক করে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫, আপডেট: ১৩২৪ ঘণ্টা, মার্চ ০৫