সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউপি চেয়ারম্যান ও জেলা কৃষক দলের সহ-সভাপতি আসাদুর রহমানকে আটক করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার সন্ধ্যায় ভোমরা স্থলবন্দরের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হলেও বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে পুলিশ।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার (এসবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপি নেতা আসাদুর রহমানের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে।
বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫।