রংপুর: রংপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক সামসুজ্জামান সামুসহ যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মীর বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (০৫ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে দলের পক্ষে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাতে নগরীর রবার্টসনগঞ্জে সামুর বাড়িতে ঢুকে একদল পুলিশ প্রতিটি রুমে তল্লাশি চালায়। তাকে না পেয়ে তার পরিবারের সদস্যদের বিভিন্ন হুমকি দেয়।
এছাড়াও পুলিশ যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের বাড়িতে অভিযান চালিয়েছে বলেও জানানো হয়।
রংপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বাংলানিউজকে জানান, সামু বিস্ফোরক, বাসে আগুন, গাড়ি ভাঙচুরসহ ৮টি মামলার আসামি। তাকে গ্রেফতারের জন্য পুলিশ খুঁজছে।
বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫