ফরিদপুর: ফরিদপুর শহরের আদালতপাড়া এলাকায় হরতাল-অবরোধের সমর্থনে অনুষ্ঠিত মিছিল থেকে পৌর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক লিটন বিশ্বাসকে (৩০) আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান আন্দোলনের সমর্থনে ফরিদপুর মেডিকেল কলেজের সামনে থেকে একটি মিছিল বের হয়।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল হক বলেন, আইন শৃঙ্খলা রক্ষার্থে ওই নেতাকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫