ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদাকে গ্রেফতারে সরকারের চাপ নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
খালেদাকে গ্রেফতারে সরকারের চাপ নেই স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতারে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর সরকার বা আওয়ামী লীগের কোনো চাপ নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে পেশাজীবী নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।



খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও তাকে গ্রেফতার করা হচ্ছে না- এটা সরকারের ব্যর্থতা, নাকি সরকার ভয় পায়- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে নাসিম বলেন, আওয়ামী লীগ ভয় পাওয়ার দল নয়। আইন তার নিজস্ব গতিতে চলবে। এটা আইন-শৃঙ্খলা বাহিনীর বিষয়। তাকে গ্রেফতারে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর সরকার বা আওয়ামী লীগের কোনো চাপ নেই। এটা সরকারের ব্যর্থতাও নয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজন মনে করলে গ্রেফতার করবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য বলেন, আমরা বিএনপির জ্বালাও-পোড়াও এবং সহিংসতা বন্ধে অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা মনে করি, সহিংসতা দিয়ে কখনও ক্ষমতায় যাওয়া যায় না। আমরা শান্তিপূর্ণভাবে জনগণের রায়কে বিশ্বাস করি। হরতাল-অবরোধ জনগণের অধিকার আদায়ের পথ,  সহিংসতা করে সেই পথকে নষ্ট করছে বিএনপি।

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ওই সভায় সব শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতেই পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করেছে আওয়ামী লীগ।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- আওয়ামী যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, কার্যকরী সদস্য সুজিত রায় নন্দী, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব তারানা হালিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫/ আপডেট ১৮২০ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।