রাজশাহী: রাজশাহীর চারঘাটে নাশকতা মামলায় পৌরসভা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেনকে (২৯) গ্রেফতার করেছে চারঘাট মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (০৫ মার্চ) দুপুরে উপজেলার চারঘাট-বাঘা সড়কের লিলি সিনেমা হলের কাছ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ২০ দলীয় জোটের হরতাল-অবরোধে পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন সারদা বাজারসহ আশপাশের এলাকায় ট্রাকে আগুন দেওয়া যানবাহন ভাঙচুরসহ নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়ে আসছিল। তার বিরুদ্ধে বিস্ফোরক আইন এবং যানবাহন ভাঙচুর ও অগ্নি সংযোগের দু’টি মামলা রয়েছে।
বিকেলের মধ্যেই তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫