ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

জাবির পাশে তিনটি ককটেল বিস্ফোরণ

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
জাবির পাশে তিনটি ককটেল বিস্ফোরণ প্রতীকী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ফটকের উত্তর পাশে ঢাকা-আরিচা মহাসড়কে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (০৫ মার্চ) রাত পৌনে নয়টার দিকে এ ঘটনা ঘটে।

তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
 
জয় বাংলা ফটকের সামনের এক দোকান মালিক বাংলানিউজকে জানান, রাত পৌনে নয়টার দিকে পুলিশ ফাঁড়ির পাশে ঢাকা-আরিচা মহাসড়কে কে বা কার‍া পরপর তিনটি ককটেলের বিস্ফোরণ করে পালিয়ে যান।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।

আটক সব কেন্দ্রীয় ছাত্রনেতাদের নিঃশর্ত মুক্তি, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল শনিবার (০৭ মার্চ) সকাল ৮টা থেকে মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট আহবান করেছে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।