ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

বোদায় গাড়ি পোড়ানোর মামলা গ্রেফতার ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
বোদায় গাড়ি পোড়ানোর মামলা গ্রেফতার ৫ ছবি: প্রতীকী

পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলায় বিআরটিসি বাসসহ ট্রাক পোড়ানোর ঘটনায় ১২ জনকে নামীয় ও ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় ইতোমধ্যে পাঁচজনকে আটক করা হয়েছে।



বুধবার (৪ মার্চ) রাতে বোদা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হারিজ বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করেন।

মামলার নামীয় ১২ আসামির মধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয়। এরা হলেন- বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের আউলিয়ারডাঙ্গা বোদেশ্বরী এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে ইয়াছিন আলী (৩০), একই ইউনিয়নের নাওতরী সুইয়েরপাড় এলাকার মজিবর রহমানের ছেলে মনিরুজ্জামান (২০), বোতলডাঙ্গা এলাকার হাবিবুল্লাহর ছেলে মোহাম্মদ আলী জিন্নাহ (৩০),  মালকাডাঙ্গা এলাকার মৃত নইমদ্দিনের ছেলে আকবর আলী (৫০), ও মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুল জলিল (৫০)।

বুধবার গভীররাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বোদা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে বোদা থানা পুলিশ।
মামলার অন্যান্য নামীয় আসামিরা হলেন, বগদুলঝুলা এলাকার মৃত আইজুল হকের ছেলে মো. হারুন (৪২) ও আশরাফুল আলম (৫০), মৃত মছির উদ্দীনের ছেলে ইউপি সদস্য আব্দুল ওহাব (৩০) ও আব্দুল হাই (৩৫), আউলিয়ার ডাঙ্গা বোদেশ্বরী এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে আজগর আলী (৩৩), বোদেশ্বরী হাটখোলা এলাকার আব্দুল মজিদের ছেলে সাইফুল ইসলাম (৪৩) ও একই উপজেলার মাড়েয়া ইউনিয়নের আরাজী মাড়েয়া এলাকার বাসর আলীর ছেলে আব্দুর রশিদ (৪২)।

বুধবার ভোরে জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বগদুলঝুলা বাজারে পার্ক করা একটি বিআরটিসি বাস ও একটি ট্রাকে আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজনুর রহমান মামলা ও গ্রেফতারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিদের অদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের পাশাপাশি যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।