ময়মনসিংহ: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল, অবরোধ, মানুষ হত্যা ও নৈরাজ্যের প্রতিবাদে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় উপজেলা ছাত্রলীগ।
বৃহস্পতিবার (০৫ মার্চ) দুপুরে উপজেলা বঙ্গবন্ধু চত্বর থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি ফের সেখানে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগ সভাপতি হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক অছেক বিল্লাহ শামীম।
এসময় ছাত্রলীগ নেতা আব্দুল আলিম আব্দুল্লাহ, আমজাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাকির আহমেদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫