ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় উপজেলা চেয়ারম্যানসহ ৪ জামায়াত নেতা কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
বগুড়ায় উপজেলা চেয়ারম্যানসহ ৪ জামায়াত নেতা কারাগারে

বগুড়া: সহিংসতা ও নাশকতা মামলায় বগুড়ার দুপচাচিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জামায়াত নেতা আব্দুল গণি মন্ডলকে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে জামিনপ্রার্থী আরও তিন জামায়াত নেতাকর্মীকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

 

বৃহস্পতিবার (০৫ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আ.ন.ম. আবু সাঈদ শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নিদের্শ দেন।

আব্দুল গণি মন্ডল ছাড়া জামিন নামঞ্জুর হওয়া অন্যরা হলেন জামায়াতের ওমর আলী, রফিকুল ইসলাম ও শহীদুল ইসলাম।  

জেলা জজ আদালতের পুলিশ পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মতিয়ার রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, দুপচাচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল চন্দ্র চক্রবর্তী জানিয়েছেন, ২০১৩ সালের ০৩ মার্চ সংগঠিত ভাংচুর, অগ্নিসংযোগসহ ব্যাপক সহিংসতা ও নাশকতা ঘটানোর অভিযোগে আব্দুল গণি মন্ডলসহ উল্লেখিত জামায়াত-নেতাকর্মীদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।     

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।