শেরপুর (বগুড়া): নাশকতার অভিযোগে বগুড়ার শেরপুর উপজেলায় অভিযান চালিয়ে যুবদল নেতাসহ দু’জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-উপজেলার মির্জাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও মির্জাপুর পুরাতন হাটখোলা গ্রামের মকবুল হোসেনের ছেলে মো. মামুন শেখ (২৭) এবং গাড়ীদহ ইউনিয়নের গাড়ীদহ গ্রামের বিএনপির কর্মী নুরুল ইসলাম (৫৩)।
শেরপুর থানা পুলিশের দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আহসানুল হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫