সুনামগঞ্জ: সুনামগঞ্জে গণমিছিল করেছে জেলা বিএনপি।
বৃহস্পতিবার (০৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জ কালেক্টরেটের প্রধান ফটক থেকে একটি গণমিছিল বের হয়।
মিছিলটি শহরের ট্রাফিক পয়েন্টে যেতে চাইলে স্থানীয় পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ বাধা দেয়। জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর নেতৃত্বে ছিলেন।
পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশে বক্তব্য রাখেন- নাছির উদ্দিন চৌধুরী, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির প্রথম সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, বিএনপি নেতা অ্যাডভোকেট মাসুক আলম, অ্যাডভোকেট আব্দুল হক ও অধ্যক্ষ শেরগুল আহমদ প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন- বিএনপি নেতা আ ত ম মিসবাহ, অ্যাডভোকেট শামসুর রহমান, অ্যাডভোকেট মাসুক আহমদ, অ্যাডভোকেট আব্দুল জলিল, অ্যাডভোকেট শাহিনুর রহমান, অ্যাডভোকেট জাহার উদ্দিন, অ্যাডভোকেট নাজিম কয়েছ, অ্যাডভোকেট কামাল হোসেন, অ্যাডভোকেট মোশাহিদ আলী, অ্যাডভোকেট কবির হোসেন, অ্যাডভোকেট জুবায়ের আহমদ, অ্যাডভোকেট মনির আহমদ, অ্যাডভোকেট আব্দুল আহাদ, অ্যাডভোকেট জামাল উদ্দিন, অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন, অ্যাডভোকেট আবুল কাশেম, অ্যাডভোকেট সালেহ আহমদ, অ্যাডভোকেট ফয়ছল আহমেদ, মোস্তাক আহমদ,শামীম আহমদ, মোনাজ্জির, এমএ হায়াত, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ শফিকুল ইসলাম, ইকবাল হোসেন, ময়না মিয়া, আবুল কালাম ছাত্রদল নেতা ফরহাদ শাহ, মুছিহুর রহমান জুনায়েদ, আজাদুর রহমান আজাদ, আবু সালেহ, ছুটিল আহমদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫