ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

লালমনিরহাটে বিএনপির গণমিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
লালমনিরহাটে বিএনপির গণমিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লালমনিরহাট: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাটে গণমিছিল করেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
 
রোববার (০৫ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে দলীয় কার্যালয় থেকে গণমিছিলটি বের হয়।


 
জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলার নেতৃতে মিছিলটি মিশন মোড় আসার পথে নর্থবেঙ্গল মোড়ে পুলিশের বাধার মুখে পড়ে। এতে মিছিলটি ফিরে গিয়ে দলীয় কার্যালয়ে শেষ হয়।  
 
গণমিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- লালমনিরহাট সদর বিএনপির সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মমিনুল হক, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফজলুর রহমান, মহিলাদলের সভানেত্রী জিন্নতারা রোজি, সম্পাদিকা আঞ্জুমানারা শাপলা, সদর উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আবুল ফাত্তাহ, জেলা শ্রমিক দলের সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক জালাল হোসেন প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।