পঞ্চগড়: পঞ্চগড়ে দুটি বাস ও আওয়ামী লীগ দলীয় কার্যালয় পোড়ানোর মামলায় জেলা জামায়াতের আমির আব্দুল খালেকসহ ৫ আসামির ২ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেল পৌনে ৫টায় ভারপ্রাপ্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কৃষ্ণ কান্ত রায় ৫দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ সময় আদালত আসামিদের স্বাস্থ্য পরীক্ষা করে সতর্কতার সঙ্গে জিজ্ঞাসাবাদেরও নির্দেশ দেয় আদালত।
রিমান্ডে নেওয়া আসামিরা হলেন- জেলা জামায়াতের আমির ও সাবেক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল খালেক, সদর উপজেলা বিএনপি সভাপতি আনোয়ার হোসেন, জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুস শহীদ বাবু, বিএনপি কর্মী মোশারফ হোসেন, ছাত্রদল কর্মী হাসিবুল ইসলাম বকুল।
এর আগে মঙ্গলবার (৩ মার্চ) সকাল সাড়ে ১১টায় মামলার তদন্তকারী কর্মকর্তা পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বাবুল ইসলাম পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের ৫ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন।
ঘটনার দিন সোমবার (২ মার্চ) রাতে উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় মামলা দায়ের করেন।
সোমবার ভোরে জেলা শহরের মিঠাপুকুর এলাকায় পার্কিং করা দুটি বাসসহ সদর উপজেলার জগদল বাজার আওয়ামী লীগ কার্যালয় ও টুনিরহাট বাজারে কামাত-কাজলদিঘী ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা।
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫