ঢাকা: বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায়কে নৃশংসভাবে হত্যার দায় সরকার এড়াতে পারে না। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসলেই কেবল এ দায় এড়াতে পারবে সরকার।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে মুক্তমনা লেখক অভিজিৎ রায়ের হত্যার প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।
জাতীয় মুক্তি কাউন্সিল, নয়া গণতান্ত্রিক গণমোর্চা, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ ও জাতীয় গণফ্রন্ট এ মানববন্ধনের আয়োজন করে।
এতে বক্তারা বলেন, ক্ষমতার লোভে যারা রাজনীতি করেন তারা নিজেদের আখের গোছাতে ব্যস্ত হয়ে পরেন। জনগণের কথা তারা ভাবার সময় পান না। এর ফলে দেশের আইন শৃঙ্খলার অবনতি হয়। একদল পেট্রোল বোমা মেরে মানুষ মারছে। অন্যদল ক্ষমতা আঁকড়ে ধরে নিজেদের মতো করে চলছে। আর মরছে সাধারণ মানুষ।
তারা বলেন, মানুষের নিরাপত্তা দেওয়া সরকারের প্রধান দায়িত্ব। কিন্তু আজ আমরা কেউ নিরপত্তায় নেই। স্বাধীনভাবে চলাফেরা, কথা বলার সুযোগ দিনদিন মানুষ হারিয়ে ফেলছে। অতীতেও একই রকম ঘটনা ঘটেছে। কিন্তু কোনটির বিচার হয়নি। এতেই সন্ত্রাসী ও জঙ্গিরা আরও উগ্র হয়ে ওঠছে। তাই বিচার না হওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।
মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন টিপু বিশ্বাস, জাফর হোসেন, মাসুদ খান প্রমুখ।
গত ২৬ ফেব্রুয়ারি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন এলাকায় খুন হন মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়।
বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫