ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

পাটগ্রামে ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
পাটগ্রামে ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় মামলা প্রতীকী

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রামে পণ্যবাহী ট্রাকে আগুন দেওয়ায় ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
 
বৃহস্পতিবার (০৫ মার্চ) দুপুরে ওই ট্রাকের চালক বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এর আগে, আটক চার জনকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
 
আটক ব্যক্তিরা হলেন- পাটগ্রাম উপজেলার মোমিনপুর এলাকার আব্দুর রউফের ছেলে শিবির সমর্থক সামিউল ইসলাম বিপ্লব (২৪) ও বাপ্পি ইসলাম (২০), কুচলিবাড়ী এলাকার আফতাব উদ্দিনের ছেলে জামায়াত সমর্থক রবিউল ইসলাম (৪২) এবং ইসলামনগর এলাকার হাবিবুর রহমানের ছেলে বিএনপি সমর্থক  শাহ আলম বুলবুল (৩৮)।
 
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বাংলানিউজকে জানান, বুধবার (০৪ মার্চ) রাতে লালমনিরহাট-বুড়িমারী সড়কে পণ্যবাহী একটি ট্রাকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে জামায়াত-বিএনপির কর্মীরা। এ ঘটনায় জড়িত সন্দেহে রাতেই বিএনপি-জামায়াতের চার জনকে আটক করে পাটগ্রাম থানা পুলিশ।
 
এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ট্রাকের চালক মমিনুল হক বাদী হয়ে আটক চারজনের নামসহ অজ্ঞাতনামা ১৫/২০জন বিএনপি-জামায়াত নেতাকর্মীকে আসামি করে পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন।
 
আটকদের দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
 
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫ 

** পাটগ্রামে পণ্যবাহী ট্রাকে আগুন, আটক ৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।