ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানার মীর হাজিরবাগ এলাকা থেকে ১২টি পেট্রোল বোমা উদ্ধার করেছে ৠাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (ৠাব-১০)।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টার দিকে মীর হাজিরবাগের ৪৮১/৮ নম্বর বাড়ির পাশের রাস্তার কোণে দুর্বৃত্তদের রেখে যাওয়া এই বোমাগুলো উদ্ধার করা হয়।
নাশকতা চালানোর উদ্দেশে পেট্রোল বোমাগুলো সেখানে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে, এ ঘটনায় জড়িত সন্দেহে কাউকে আটক করা যায়নি।
ৠাব সদরদফতরের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মেজর মাকসুদুল আলম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫