খুলনা: বিএনপি-জামায়াত জোটের হরতাল-অবরোধের প্রতিবাদে খুলনায় মানববন্ধন করেছে আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (০৫ মার্চ) বিকেলে নগরের পিকচার প্যালেস মোড়ে সদর ও সোনাডাঙ্গা থানা আ’লীগের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন- খুলনা মহানগর আ’লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক মিজানুর রহমান মিজান।
সোনাডাঙ্গা থানা আ‘লীগের সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশার পরিচালনায় অন্যদের মধ্যে সোনাডাঙ্গা থানা আলীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, সদর থানা আ’লীগের সাধারণ সম্পাদক ফকির সাইফুল ইসলাম, মহানগর সেচ্চাসেবকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জেড এ মাহমুদ ডন, মহানগর আ’লীগের সাবেক সভাপতি হায়দার আলী, মহানগর আ’লীগের সাবেক কাউন্সিলর আমেনা হালিম বেবী, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য আসাদুজ্জামান রাসেল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫