ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

রাজধানীতে ককটেল ‍হামলায় ছাত্রলীগ নেতাসহ আহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
রাজধানীতে ককটেল ‍হামলায় ছাত্রলীগ নেতাসহ আহত ৩ ফাইল ফটো

ঢাকা: রাজধানীর নিউমার্কেট ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় হরতাল-অবরোধকারীদের ককটেল হামলায় এক ছাত্রলীগ নেতাসহ তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ৮টার দিকে নিউমার্কেটের বলাকা সিনেমা হলের সম্মুখ ও ঢাবির এফ রহমান হলের সম্মুখের সড়কে এ ককটেল হামলা চালানো হয়।



বলাকা সিনেমা হলের সম্মুখের ‍হামলায় আহত দু’জন হলেন- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক ও ঢাবির এমবিএ উত্তীর্ণ শিক্ষার্থী পলয় ঘোষ (২৫) এবং ফুটপাতের প্রসাধনী বিক্রেতা সিরাজুল ইসলাম (৩০)। আর এফ রহমান হলের সম্মুখের সড়কে আহত ব্যক্তি হলেন- একটি বেসরকারি ব্যাংকের চকবাজার শাখার কর্মকর্তা হযরত আলী (৩০)। তিনজনেরই হাতে ককটেলের স্প্রিন্টারের ‍আঘাত লেগেছে।

আহত তিনজনকেই উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বলাকা সিনেমা হলের সামনের ফুটপাতের সড়কে রাত ৮টার দিকে হঠাৎ একটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে ককটেলটি নিক্ষেপ করেই চম্পট দেয় তারা।

প্রায় একইসময়ে এফ রহমান হলের সামনের সড়কে আতঙ্ক ছড়াতে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এসব হামলার ঘটনায় কাউকে আটক করা যায়নি।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক এসব বিষয় বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।