বগুড়া: বগুড়া সদর উপজেলার সাবগ্রাম মোড়ে মনিরুজ্জামান মানিক (২৮) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন রাফিউল ইসলাম রাফি (১৮) নামে আরও এক তরুণ।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সোয়া ৮টার দিকে সাবগ্রাম মোড়ের হাঁট অভিমুখী রাস্তায় এ হামলা চালানো হয়।
দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের নৃশংস আঘাতে ঘটনাস্থলেই মারা যান মানিক। তবে রাফিকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মানিক সাবগ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। রাফি একইগ্রামের মৃত আবদুল হান্নানের ছেলে।
বগুড়ার সহকারী পুলিশ সুপার ও জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গাজিউর রহমান বিষয়টি স্বীকার করে বাংলানিউজকে বলেন, অনেক বীভৎসভাবে কোপানো হয়েছে মানিককে। প্রায় একইরকমের আঘাত করা হয়েছে রাফিকেও।
পূর্ব শত্রুতার জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে বলে জানান গাজিউর রহমান।
তবে, অপরাধীদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫
** বগুড়ায় আহত যুবলীগ কর্মীকে ঢাকায় স্থানান্তর