ফেনী: নাশকতার মামলায় ফেনীর সোনাগাজী পৌর ছাত্রদলের সভাপতি নিজাম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৫ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চর গণেশ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
নিজাম সোনাগাজী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মৃত শামছুল হকের ছেলে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চর গণেশ এলাকায় অভিযান চালিয়ে নিজামকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে চলমান হরতাল অবরোধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫