গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে নাশকতার মামলায় মোশাররফ হোসেন (৩৩) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৫ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার কোচাশহর ইউনিয়নের কোচাশহর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
মোশাররফ গোবিন্দগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক। তিনি কোচাশহর ইউনিয়নের শক্তিপুর গ্রামের ধলু মিয়ার ছেলে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, পার্কিং করা বাসে আগুন দেওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলায় মোশারফকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হবে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ২২১১ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫