ঢাকা: রাজধানীর নীলক্ষেত বলাকা সিনেমা সংলগ্ন রাস্তায় ককটেল বিস্ফোরণে দুই বোন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
আহত দু্ই বোন হলেন মোছা. হাসি (৩৫) ও রিয়া মনি (২২)।
আহত দু’জনকেই স্থানীয়রা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেছেন।
রাজধানীর লালবাগ শহীদ নগর ৩ নম্বর রোডে তারা বসবাস করেন বলে জানা যায়।
বড় বোন হাসি বাংলানিউজকে জানান, এলিফ্যান্ট রোডের স্টার লাইট পোশাক কারখানার শ্রমিক তারা। কারখানা থেকে ফেরার পথে দু’জনই ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন।
বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫