ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় বিএনপি অফিসে ভাঙচুর-আগুন, প্রতিবাদে হরতাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৮ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
বগুড়ায় বিএনপি অফিসে ভাঙচুর-আগুন, প্রতিবাদে হরতাল

বগুড়া: বগুড়া জেলা বিএনপি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তা নিভিয়ে ফেলে।

এতে তা‍ৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোন সংবাদ পাওয়া যায়নি।

ঘটনার প্রতিবাদে  ৮মার্চ (রোববার) সকাল ৬টা থেকে লাগাতার ৪৮ ঘণ্টার হরতাল আহবান করেছে স্থানীয় ২০ দলীয় জোট।

বৃহস্পতিবার(৫ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে শহরের নবাববাড়িস্থ দলীয় কার্যালয়ে এই ঘটনাটি ঘটে।

ভাঙচুর ও অগ্নিসংযোগকারীদের পরিচয় প্রকাশ না করার শর্তে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হঠাৎ করে ২৫/৩০ জনের একটি দল এসে প্রথমে বিএনপি অফিসের প্রধান গেটে তালা ভেঙ্গে ফেলে। এরপর ভেতরে প্রবেশ করে আসবাপপত্র ভাঙচুর করে। বেরিয়ে যাওয়ার সময় তারা অফিসে আগুন ধরিয়ে দেয়।

বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মঞ্জুরুল হক ভূঞা বাংলানিউজকে বলেন, পুলিশ ত‍ৎপর থাকায় বড় রকমের কোন দুর্ঘটনা ঘটাতে পারেনি বহিরাগতরা।

এদিকে, রাত ৯টায় জেলা বিএনপি’র দফতর সম্পাদক মাহফুজুর রহমান রাজু স্বাক্ষরিত এক বিবৃতিতে দাবি করা হয়, পুলিশি প্রহরায় আওয়ামীলীগ দলীয় লোকজন এ ধরনের ঘটনা ঘটিয়েছে।  

বিবৃতিতে জেলার ২০ দলীয় জোটের আহবায়ক ও বগুড়া জেলা বিএনপি’র সভাপতি সাইফুল ইসলাম, সহ-সভাপতি অ্যাডভোকেট রাফি পান্না, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, অনতিবিলম্বে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে স্থানীয় প্রশাসনকেই এর দায়ভার নিতে হবে।

বাংলাদেশ সময়: ২২৩১ ঘণ্টাদ, মার্চ ৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।