ঈশ্বরদী: ঢাকা থেকে ঈশ্বরদী আসার পথে ঈশ্বরদী এক্সপ্রেস নামক একটি যাত্রীবাহী কোচে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ঈশ্বরদী-ঢাকা মহাসড়কের ঈশ্বরদীর দাশুড়িয়া-মুলাডুলি এলাকার ঢুলটিতে এ ঘটনা ঘটে।
ওই গাড়ির ড্রাইভার জালাল উদ্দিন বাংলানিউজকে জানান, ঢাকা থেকে যাত্রীবোঝাই করে কোচটি ঈশ্বরদী আসার পথে আচমকা এ হামলার কবলে পড়ে।
ককটেলটি গাড়ির সামনের গ্লাসে বিস্ফোরিত হয়। এত গ্লাস ভেঙে যায়। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ ঘটনার সত্যতা স্বীকার করেন।
বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫