ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

সিলেটে জাপা নেতা বশির-মন্টুকে শোকজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৭ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫
সিলেটে জাপা নেতা বশির-মন্টুকে শোকজ

সিলেট: সিলেট জেলা জাতীয় পার্টির দুই নেতাকে শোকজ করা হয়েছে। তারা হলেন- জেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আব্দুস শহীদ লস্কর বশির এবং সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য সৈয়দ আবুল কাশেম মন্টু।



বৃহস্পতিবার (৫ মার্চ) জাপার কেন্দ্রীয় যুগ্ম দপ্তর সম্পাদক আবুল হাসনাত আহমেদ জুয়েল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ও দলের মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলুর আদেশক্রমে শোকজ করা হয়।

এতে উল্লেখ করা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান দলের গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে ২৫ ফেব্রুয়ারি সিলেট জেলা জাপার পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত করে নতুন আহবায়ক কমিটি অনুমোদন দেন।

কিন্তু মঙ্গলবার (৩ মার্চ) সংবাদ সম্মেলন করে দলের চেয়ারম্যান কর্তৃক অনুমোদিত নতুন আহবায়ক কমিটি গঠনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি নতুন সম্মেলন প্রস্তুতি কমিটির বিরোধিতা করায় দলের শৃঙ্খলা ভঙ্গ করা হয়েছে।

তাই জেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবুল কাশেম মন্টু ও সাবেক সহ-সভাপতি আব্দুস শহীদ লস্কর বশিরকে শোকজ করা গেল।

পরবর্তী ৭ দিনের মধ্যে শোকজের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে শোকজের জবাব না দিলে দলীয় গঠণতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে শোকজে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ০০২২ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।