যশোর: জেলার কোতোয়ালি মডেল থানার গেটে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে হরতাল ও অবরোধ সমর্থকরা।
বৃহস্পতিবার (০৫ মার্চ) দিনগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনার মিনিট দশেক পরে শহরের বিভিন্ন এলাকায় কমপক্ষে আরও ১৫টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে হরতাল ও অবরোধ সমর্থকরা। তবে এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাস আলী বাংলানিউজকে বলেন, বিভিন্ন এলাকায় ফোর্স পাঠানো হয়েছে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, তিনটি মোটরসাইকেল যোগে কোতোয়ালি মডেল থানার শহরের চৌরাস্তা মোড়ের শিপ্রা জুয়েলার্সের সামনে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে। এ ঘটনার পর থানার ভেতর থেকে কয়েকজন পুলিশ সদস্য বাইরে ঘটনাস্থলে এসে সতর্ক অবস্থান নেয়।
আব্দুস সালাম নামে এক পথচারী বাংলানিউজকে বলেন, তিনটি মোটরসাইকেলে হেলমেট পরা হরতাল ও অবরোধ সমর্থকরা থানার গেটে পরপর তিনটি ককলেট বিস্ফোরণ ঘটিয়ে রেললাইন রোডের দিকে চলে যায়।
এর মিনিট দশেক পরে শহরের দড়াটানা, গাড়িখানা, জজ কোর্ট মোড় ও স্টেডিয়াম পাড়া এলাকায় কমপক্ষে আরও ১৫টি ককটেল বিস্ফোরিত হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়:০২২১ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫