ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

‘প্রকৃতিই আলোচনায় বাধ্য করবে’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০১ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫
‘প্রকৃতিই আলোচনায় বাধ্য করবে’ আব্দুল কাদের সিদ্দিকী

ঢাকা: একসময় প্রকৃতিই দুই নেত্রীকে আলোচনায় বসতে বাধ্য করবে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী।

বৃহস্পতিবার তার সঙ্গে সংহতি প্রকাশ করতে আসা ব্যক্তিদের তিনি এ কথা বলেন।



কাদের সিদ্দিকী বলেন, দেশের বর্তমান অবস্থা থেকে পরিত্রাণের লক্ষ্যে নেত্রীর চৈতন্যোদয় ও বিবেক জাগ্রত করার জন্য একজন মুক্তিযোদ্ধা হিসেবে ৩৭ দিন ধরে ফুটপাথে অবস্থান করছি। আমি বিশ্বাস করি, একসময় প্রকৃতিই দুই নেত্রীকে আলোচনায় বসতে বাধ্য করবে। পৃথিবীকে দেখানোর মতো শান্তিও আমাদের দেশে আসবে।

দলমত নির্বিশেষে সকল মুক্তিযোদ্ধাকে একবার হলেও তার অবস্থান কর্মসূচিতে আসতে কিংবা নিজ নিজ এলাকায় শান্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালনের আহবান কাদের সিদ্দিকী।

সন্ধ্যায় তার স্ত্রী নাসরিন সিদ্দিকী, পুত্র দীপ সিদ্দিকী, কন্যা কুড়ি সিদ্দিকী ও কুশি সিদ্দিকী অবস্থানস্থলে যোগ দেন।

তাছাড়া কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, কেন্দ্রীয় নেতা ফরিদ আহমেদ, যুব আন্দোলনের আহ্বায়ক হাবিবুন নবী সোহেল, আলী হোসেন মণ্ডল, আতিকুর রহমান সাদেক, ছাত্র আন্দোলনের আহ্বায়ক রিফাতুল ইসলাম দীপ, যুগ্ম-আহ্বায়ক কাওছার জামান, সাইফুল ইসলাম শিমুলসহ শতাধিক নেতা-কর্মী বঙ্গবীরের সঙ্গে অবস্থান কর্মসূচিতে রয়েছেন।

রোববার মতবিনিময় সভা
আগামী ৮ মার্চ রোববার কাদের সিদ্দিকী বীর উত্তম এর অবস্থান কর্মসূচির ৪০ দিন পূর্তির দিনে বিকেল ৩টায় মতিঝিলের দলীয় কার্যালয়ের সামনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এই সভায় দলীয় নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৩০০ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।