ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

শুক্রবার ভোলায় যাচ্ছেন তিন মন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২২ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫
শুক্রবার ভোলায় যাচ্ছেন তিন মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, তোফায়েল আহমেদ, ও আনিসুল ইসলাম মাহমুদ

ভোলা: বেশ কিছু প্রকল্প পরিদর্শন ও উদ্বোধনে শুক্রবার ভোলায় আসছেন পৃথক তিন মন্ত্রণালয়ের তিন মন্ত্রী। এরা হলেন- বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।



সকাল সাড়ে ১০টায় একটি বিশেষ হেলিকপ্টারে বাণিজ্যমন্ত্রী ও অর্থমন্ত্রী ভোলায় নামবেন। পরে বেশ কিছু উন্নয়ন কাজ পরিদর্শন করবেন। অর্থমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপ-শহর বাংলাবাজারে ‘স্বাধীনতা জাদুঘর’ এর ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।

সকাল ১১টায় পানিসম্পদ মন্ত্রী বোরহানউদ্দিন হেলিপ্যাডে অবতরণ করবেন। পরে সেখানে দৌলতখান  ও বোরহানউদ্দিনের পানি উন্নয়ন বোর্ডের চলমান কাজ ও শাহবাজপুর গ্যাস ক্ষেত্র রক্ষা প্রকল্পের কাজ পরিদর্শন করবেন।

এসব প্রকল্প পরিদর্শন ও উদ্বোধন শেষে বাংলাবাজার সমাবেশে যোগ দেবেন অর্থ, বাণিজ্য ও পানিসম্পদ মন্ত্রী। সেখানে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেত‍ারা উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সময়: ০৪১৫ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।