ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জে জেলা জাসাস আহ্বায়কসহ গ্রেফতার ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫
সিরাজগঞ্জে জেলা জাসাস আহ্বায়কসহ গ্রেফতার ৪ ছবি: প্রতীকী

সিরাজগঞ্জ: নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জ জেলা জাসাসের আহ্বায়কসহ বিএনপি-জামায়াত-শিবিরের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার (৬ মার্চ) সকাল ১০টা পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।



গ্রেফতারকৃত নেতাকর্মীরা হলেন-জেলা জাসাসের আহ্বায়ক ও জেলা বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসলাম পারভেজ, বহুলী ইউনিয়ন বিএনপি নেতা জিয়া খলিফা, বিএনপি কর্মী নাজমুল হাসান ও শিবির কর্মী হাছান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, এদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধাদান ও নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।