ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

‘বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে কোনো লাভ হবে না’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫
‘বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে কোনো লাভ হবে না’ মাহবুব-উল-আলম হানিফ

ঢাকা: শেখ হাসিনার সরকারের পতন ঘটাতে বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

শুক্রবার (০৬ মার্চ) রাজধানীর গুলিস্তানে ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যালয়ে ৭ই মার্চে আওয়ামী লীগের জনসভা উপলক্ষ্যে ছাত্রলীগের প্রস্তুতি সভায় তিনি এ মন্তব্য করেন।



হানিফ বলেন, মানুষ হত্যা করে শেখ হাসিনা সরকারের পতন করা যাবে বুঝতে পেরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিদেশি প্রভুদের কাছে ধর্ণা দিচ্ছেন। তবে এ ধর্ণায় কোনো কাজ হবে না।

তিনি বলেন, সরকারের পতনের জন্য খালেদা জিয়া জ্বালাও পোড়াও করেছেন। মানুষকে পুড়িয়ে মেরেছেন। অথচ কোনো লাভ হয়নি। আর লাভ হবে না বুঝতে পেরে এখন তিনি বিদেশি প্রভুদের কাছে আকুতি-মিনতি করছেন।

আকুতি-মিনতি করে কোনো লাভ হবে না জানিয়ে হানিফ বলেন, দেশের জনগণ যতদিন না চাইবে ততোদিন আপনারা যতোই চেষ্টা করেন কোনো লাভ হবে না।
 
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের এ নেতা বলেন, আপনার দলের নেতা-কর্মীরাও এই ধ্বংসাত্মক কার্যকলাপে বিশ্বাস করে না।

শনিবার (০৭ মার্চ) আওয়ামী লীগের জনসভা সফল করতে ছাত্রলীগ নেতাকর্মীদের সর্বাত্মক ভূমিকা রাখার আহ্বান জানান হানিফ।
 
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বিএম মোজাম্মেল হকসহ ছাত্রলীগের নেতাকর্মীরা।
 
সভায় এতে সভাপতিত্ব করেন ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।
 
বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।